শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুরে নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস উদযাপন

চাঁদপুরে নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ অক্টোবর সোমবার ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাবুরহাটস্থ সরকারি শিশু পরিবার মিলনায়তনে সকাল ৮টা ৪৫ মিনিটে কেক কাটা, শিশুদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় জেলা প্রশাসক বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। এ শিশুদের ভালোবাসা দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তারা যেনো অসাম্প্রদায়িক চেতনায় বড় হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপ্রধানে এবং পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম, ইমরান মাহমুদ ডালিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি শিশু পরিবার, চাঁদপুরের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক্-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে শিশুদের ও শিক্ষার্থীদের জন্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে সোমবার সকালে চাঁদপুর স্টেডিয়াম চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে সরকারি বিভিন্ন বিভাগের পক্ষ থেকে এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভাশেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়