সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মোলহেডসহ শহরের অধিকাংশ রাস্তা ফাঁকা
মিজানুর রহমান ॥

চাঁদপুরে কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয়দিন অতিবাহিত হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথমদিনের মতো গতকাল শুক্রবার দ্বিতীয় দিনেও চাঁদপুর শহর, উপজেলা সমূহের হাট-বাজার, নদী বন্দরসহ সর্বত্রই তৎপর ছিলো প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যা। তারা চাঁদপুর শহর এলাকা এবং উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে টহল দিয়েছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে।

প্রথম দিনের মতো গতকালও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকসা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সবধরনের গণপরিবহন বন্ধ ছিল। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। সকাল ৬টা থেকে পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসায়। সব ধরনের বিপণীবিতান, অলিগলির মার্কেট ও দোকানপাট বন্ধ ছিলো।

শুক্রবার এমনিতেই ছুটির দিন থাকায় সড়কে লোকজন কম দেখা গেছে। এছাড়া বৃষ্টি হওয়ায় অনেকেই প্রয়োজন থাকলেও ঘর থেকে বের হননি। নদী বন্দরের নদী এলাকাও ছিল ফাঁকা।

সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারে সেনাবাহিনীর সদস্যদের চাঁদপুর পর্যটন এলাকা হিসেবে পরিচিত শহরের মোলহেডে টহল দিতে দেখা গেছে।

এদিন চলমান লকডাউন অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি না মানায় বহু মানুষকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। তবে সবাইকে সতর্ক করা হয়, কাউকে আটক করা হয়নি।

পালবাজার ব্রিজের গোড়ায় বিজিবির সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পুরো জেলায় ১৪টি মোবাইল টিম কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে।

লকডাউনের দ্বিতীয়দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ১০৬ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে আদায় করা হয় ৬৯ হাজার ৬০০ টাকা।

এ সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা দ্বিতীয়দিনও চাঁদপুরে সর্বাত্মক লকডাউন হয়েছে।

এদিকে সর্বাত্মক লকডাউন চলায় বহু মানুষ বেকার হয়ে পড়েছে। যারা ভিক্ষা করে জীবন নির্বাহ করত তারাও কষ্টে আছে বলে জানা যায়।

করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। সপ্তাহব্যাপী জারিকৃত এ নির্দেশনা চাঁদপুরেও বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়