শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের উপর হামলা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুর কোর্ট স্টেশন সংলগ্ন চাঁদপুর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা ও হাজীগঞ্জের ঘটনার জের ধরে জুমার নামাজের পর মুসল্লিরা মিছিল বের করতে পারে এমন ধারণা থেকে নামাজ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা কোর্ট স্টেশন ও বায়তুল আমিন মসজিদের আশপাশে অবস্থান নেন। এক পর্যায়ে কিছু লোকজনের জটলা দেখে তাদেরকে সরে যেতে বললে সেখানে ধাক্কাধাক্কির ঘটনার এক পর্যায়ে অজ্ঞাত এক ছেলে ফেরদৌস মোর্শেদ জুয়েলের মুখমণ্ডলে অতর্কিত ঘুষি মেরে দৌড়ে পালিয়ে যায়। এই ঘুষির আঘাতে জুয়েল আহত হলে তাকে চিকিৎসার জন্যে হাসপাতালে নেয়া হয়।

এদিকে স্বেচ্ছাসেবকলীগ এবং আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী তাদের ফেসবুক স্ট্যাটাসে এই হামলার জন্যে বিএনপি-জামাতকে দায়ী করেছে। তারা অতর্কিত ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়