শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুর ছিলো শান্তিপূর্ণ ॥ কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
মিজানুর রহমান ॥

কুমিল্লা ও হাজীগঞ্জের ঘটনার জের ধরে উত্তেজনা থাকলেও গতকাল ১৫ অক্টোবর শুক্রবার চাঁদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন জুমার নামাজের পরে কোথাও কিছু একটা হতে পারে বলে আশঙ্কা ও আতংক ছিলো। মুসল্লিগণ এদিন নিজ নিজ এলাকার জামে মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেছে। কোনো ইসলামী সংগঠন বা মুসল্লিদের মিছিল করতে দেখা যায়নি। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর সংলগ্ন বাইতুল আমিন জামে মসজিদের আশপাশে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন।

অপরদিকে পুরাণবাজার বড় মসজিদ প্রাঙ্গণেও মোতায়েন ছিল ইন্সপেক্টর কেএম সোহেল রানার নেতৃত্বে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। সেখানে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি জুমার নামাজের সময় ধর্মপ্রাণ মুসল্লিদের গুজবে কান না দিয়ে কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল না করার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। জেলা শহরসহ বিভিন্ন জুমা মসজিদ এলাকাও ছিলো শান্তিপূর্ণ।

দুর্গাপূজায় কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন অবমাননা করার প্রতিবাদে বুধবার চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মন্দির-পূজামণ্ডপে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বুধবার হাজীগঞ্জ শহরে ৪ জনের প্রাণহানি ঘটে। পরে স্থানীয় প্রশাসন ওইদিন রাত থেকে ১৪৪ ধারা জারি করে। যা গতকাল শুক্রবার পর্যন্ত বলবৎ থাকতে দেখা যায়। মোতায়েন করা হয় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জসহ চাঁদপুরের পরিবেশ স্বাভাবিক আছে। তারপরও হাজীগঞ্জের প্রতিটি পূজামণ্ডপ ও হাজীগঞ্জ বড় মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা রয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গণমাধ্যমকে বলেন, শুক্রবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে হাজীগঞ্জে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে। তাছাড়া দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ-বিজিবি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

এদিকে এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এ অবস্থায় চাঁদপুরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়