প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
দেশের কয়েকটি জেলার দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন মুঠোফোনের গ্রাহকরা। অপারেটর সূত্রগুলোও জানিয়েছে, ছয়টি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।
অপারেটর সূত্র জানায়, গত বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরো পাঁচটি জেলায় পর্যায়ক্রমে ইন্টারনেট বন্ধ করা হয়।
দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। সূত্র : কালের কণ্ঠ।