প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
ইউরোপের লুক্সেমবার্গে অবস্থিত বিশ্ব আলোকচিত্র শিল্পীদের সমন্বিত সংগঠন ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক আর্ট’ (ঋওঅচ) থেকে এ বছর আর্টিস্ট ফিয়াপ বা অঋওঅচ ডিস্টিংশন অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্র শিল্পী আহমেদ রাসেল। আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে গ্রহণযোগ্যতা প্রাপ্তিসহ বিভিন্ন যোগ্যতার মানদ-ের নিরিখে এ ডিস্টিংশন দেয়া হয়।
উল্লেখ্য, আলোকচিত্রী আহমেদ রাসেল ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, আরব আমিরাত, আজারবাইজান, সিঙ্গাপুর, সাইপ্রাস, তুরস্কসহ বিশ্বের ২০টি দেশ থেকে ৭টি স্বর্ণপদকসহ মোট ২৬টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এবং তার ছবি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। আলোকচিত্র আন্দোলনের সাথে ১ যুগ ধরে যুক্ত এ আলোকচিত্রী দেশের দ্বিতীয় বৃহত্তম আলোকচিত্র সংগঠন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক আর্ট’ (ঋওঅচ)-এর তিনি আজীবন সদস্য।