প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে আগাম বার্তা ও সম্মিলিত উদ্যোগে দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে হ্রাস করা সম্ভব। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় গৃহীত কার্যক্রম স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি-বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, স্থানীয় জনগণসহ সকলের সম্মিলিত উদ্যোগে সমন্বিতভাবে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। ১৩ অক্টোবর বুধবার উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, দুর্যোগ ঝুঁকি তথা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি আরো বলেন, বন্যা ও ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষের কাছে দুর্যোগের কারণ এবং বাঁচার উপায় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মতলব উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপ্রধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাবেল খান পাপ্পু, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান তপু, নির্বাচন কর্মকর্তা মোঃ রিপন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ, নাউড়ী আহম্মীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন প্রমুখ।