প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতার মূল্যায়নের উপর ২০২০-২০২১ অর্থ বছরে তিনি উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তিনি ১শ’ নম্বরের মধ্যে ৯৮ নম্বর পেয়ে নির্বাচিত হন। গতকাল ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। গোলাম মোস্তফা প্রধান ২০১৯-২০২০ অর্থ বছরেও শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লখ্য, গোলাম মোস্তফা প্রধান উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। এদিকে গোলাম মোস্তফা প্রধান দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব ও ইউনিয়নবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।