শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ থানার ওসির মুঠোফোন ক্লোন করে টাকা দাবি ॥ মামলার হুমকি
নুরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ থানার অফিসিয়াল পেজ এবং পরিচিতদের ইনবক্স করে উপজেলাবাসীকে সতর্ক করলেন ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া।

১২ অক্টোবার মঙ্গলবার তিনি তার অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলেন, কিছু ভ-, প্রতারক চক্র অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত)-এর নাম দিয়ে হুমকি, কখনো মামলার কথা বলে টাকা দাবি করলে ওসির সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৭ এবং ওসি (তদন্ত)-এর সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৮-এ কল করুন। মামলা বা জিডি করতে কোনো টাকা লাগে না। কেউ চাইলে উপরোক্ত নাম্বারে ফোন দিন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া বলেন, ইদানিং একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন লোকদের কল দিয়ে ওসি এবং ওসি তদন্তের নাম বলে টাকা চাচ্ছে। টাকা না দিলে মামলা অথবা পুলিশ পাঠিয়ে ধরিয়ে আনবে বলে হুমকি দেয়।’ তিনি আরো বলেন, আমরা এরকম বেশ কয়েকটি নাম্বার নিয়েছি। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়