প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে অবৈধভাবে চলা ৫টি বালু উত্তোলনকারী ড্রেজার ভেঙ্গে দিলো ভ্রাম্যমাণ আদালত। ১১ অক্টোবর সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ৫টি ড্রেজার মেশিন ও মেশিনের পাইপ ধ্বংস করা হয়। তবে এ সময় মালিক পক্ষের কাউকে না পাওয়ায় আদালত কোনো ব্যবস্থা নিতে পারেনি।
ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ২টি মামলায় নয়শ’ টাকা জরিমানা আদায় করে।