প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের বদান্যতায় শারদীয় উৎসবের প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন চাঁদপুর জেলার তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী অসহায় পরিবার। ১১ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত খুশি। পূজোর আনন্দ আপনাদের সকলের মাঝে ছড়িয়ে পড়–ক এটাই আমাদের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এ কথাটি বলে থাকেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই উৎসবের আনন্দ তখনই পরিপূর্ণ হবে, যখন এ সকল অসহায় মানুষের মাঝে আমরা হাসি ফুটিয়ে তুলতে পারবো। উৎসবকালীন প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী হাতে পেয়ে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত মাস্ক ব্যবহার করবেন। করোনা থেকে সতর্ক থাকবেন, করোনার প্রাদুর্ভাব কিছুটা কমেছে কিন্তু তা থেকে আমরা এখনো সম্পূর্ণভাবে পরিত্রাণ পাইনি। তাই পূজা দর্শনে কেউ মাস্ক ছাড়া বের হবেন না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। মনে রাখবেন, শরীর সুস্থ রাখার দায়িত্ব আপনার। তাই সকলে সচেতন থাকবেন।
জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষকে আপনার সম্মেলন কক্ষে ডেকে এনে সম্মানজনকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী তুলে দিলেন, যাতে আমরা সত্যি অভিভূত। আজ ৩ শতাধিক পরিবার আপনার জন্যে খাদ্যসামগ্রী পেয়েছে, তা আমরা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো। আমাদের সঙ্কটকালে দেবী দুর্গা পৃথিবীতে আগমন করেছিলেন এবং অসুর বিনাশ করে আমাদেরকে রক্ষা করেছেন। তেমনিভাবে আজ এক মহাক্ষণে আপনি দুঃস্থ-অসহায় মানুষদেরকে উৎসবে সামিল করার লক্ষ্যে তাদের মুখে হাসি ফুটাতে যে ভূমিকা গ্রহণ করেছেন তা সত্যি প্রশংসনীয়। এ মানুষগুলো কৃতজ্ঞতার সাথে তা স্মরণ রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, এনডিসি ইবনে আল জাহিদ হোসেন, ডিআরআরও জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ বিভাগের জীবন কৃষ্ণ দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার প্রমুখ।
চাঁদপুর সদর ছাড়াও এদিন জেলার সকল উপজেলা পরিষদের সনাতনী ভক্তদের মাঝে জেলা প্রশাসকের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এ সময় উপজেলা পূজা পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিনি, তেল ও লবণ, ২ কেজি চিড়া ও ৫০০ গ্রাম নুডলস্।