প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সরকার গতকাল ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে। কিন্তু এই ঘোষণা কার্যকরে কিছু কিছু খাবার দোকানের মালিকদের অনীহা দেখা যায়। তারা সরকারের নির্দেশনা ও জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ঘোষণা অমান্য করে খোলা রাখেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল দেখা যায়, চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকার মীম বনফুল, চাঁদপুর হোটেল, পালবাজার এলাকার জেনিথ সুইটস ও পৌরসভার সন্নিকটে মুসলিম সুইটস্সহ শহরের কয়েকটি খাবার ও মিষ্টির দোকান (হোটেল) খোলা রাখা হয়েছে। তারা সরকারের আদেশ-নির্দেশ অমান্য করেই কাস্টমারদের দোকানে বসিয়ে খাওয়া পরিবেশন করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব দোকানের কয়েকটির সামনের অংশে ফাঁকা রেখে কাস্টমারকে কেবিনে বসিয়ে খাবার পরিবেশন করছে। অথচ সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন চলাকালীন কোনো খাবার দোকানে বসিয়ে খাওয়ানো যাবে না বলে নির্দেশনা দেয়া আছে। সরকার ঘোষিত আদেশ কার্যকরে চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতি হোটেল রেস্তোরাঁসহ মিষ্টির দোকানগুলোতে লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা মেনে তা বন্ধ রাখার জন্যে আহ্বান জানানো হলেও তা কেউ কেউ না মানায় রেস্তোরাঁ মালিকদের মাঝে ক্ষোভ দেখা দেয়।