শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০

মা ইলিশ রক্ষা এবং মাদকমুক্ত করা আমাদের এখন বড় চ্যালেঞ্জ
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, মা ইলিশ রক্ষা ও মাদক এ দুটা জাতীয় ইস্যু। মা ইলিশ রক্ষা এবং মাদকমুক্ত করা আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এ দুটোর জন্যই সবাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে অন্যরা করবে না, এটা হবে না। যেহেতু মাদক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স চেয়েছেন। সুতরাং আমরা সেটাই করতে চাই। কেউ মাদক নিয়ে কাজ করবে, আবার কেউ মাদকের পক্ষে সায় দিয়ে মানববন্ধন করবে। সেটা বরদাশ্ত করা হবে না। সামনের প্রজন্মকে আমরা কী উপহার দেবো। আজকে যেভাবে মাদকে সয়লাব হয়ে গেছে। ভারতের নায়ক শাহরুখ খানের ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। এভাবে আমাদের দেশেও তরুণ-তরুণীরা মাদকে আসক্ত হয়ে মেধাশূন্য হয়ে পড়ছে। ভয়ানক অবস্থা থেকে রেহাই পেতে সবারই আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। ৭০ কিলোমিটার নদী। ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত নদীতে সারাদিন ইউএনও থাকলে মানুষের অন্যান্য সেবা কে দিবে। প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিরাও এ কাজে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে যারা নদী এলাকার পাশে, সে সকল জনপ্রতিনিধিকে এ বিষয়ে আন্তরিক হবার আহ্বান জানান তিনি।

গতকাল ১০ অক্টোবর রোববার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর থেকে পদোন্নতিজনিত কারণে বিদায়ী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একেএম দিদারুল আলম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহাবুবুল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং করোনকালে চাঁদপুরের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় তাঁকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর কাজের স্বচ্ছতায় তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, তিনি চাঁদপুরে করোনাকালীন কাজ করে জেলাবাসীর হৃদয়ে স্থান করে গেছেন। তার মতো এরকম আরো নিবেদিত কর্মকর্তা থাকলে জনগণের সেবা আরো তরান্বিত হবে। তিনি আরো উল্লেখ করেন, ইতিমধ্যে চাঁদপুরে করোনা ভ্যাকসিন দেয়া ২৫% হয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যে আশাকরি শতভাগ পূর্ণ করতে পারবো। আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার দশটি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সজাগ থাকবো। হিন্দু সম্প্রদায়ের পূজা উপলক্ষে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। যাতে তারা পূজার উৎসব ভালোমতো করতে পারে। ধর্ম যার যার উৎসব তার তার। সুতরাং পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আমরা নিষেধ করেছি। আর মন্দিরের পাশে মসজিদ আছে। তাই আজানের সময় হলে মাইক বাজানো যাবে না।

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, এক ধরনের সিন্ডিকেট আছে, তারা প্রশাসন কোন্ সময় কোন্ কাজে ব্যস্ত থাকে তারা সেটা মনিটরিং করে। আর সেটা করে তারা এক ধরনের সিন্ডিকেট করে। আমরা এখন ইলিশ সম্পদ রক্ষায় ব্যস্ত। এ সময়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। আমরা এ বিষয়ে মোবাইল কোর্ট করবো এবং প্রত্যেকটি দোকানে মূল্যের দাম সাঁটিয়ে রাখতে হবে। ভবিষ্যতে আমরা এ বিষয়টি নিয়ে আরও কঠোর হবো এবং কেউ যদি আইন অমান্য করে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়