প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পালবাজারের সম্মুখস্থ সড়কসহ নতুনবাজার-পুরাণবাজার ব্রিজ চত্বরের দৃশ্য এটি। ছবির দৃশ্যই বলে দিচ্ছে কেমন ভয়াবহ এবং চরম বিশৃঙ্খল অবস্থা! এই ছবিটি গতকাল সকাল ১১টার দিকে তোলা। দীর্ঘক্ষণ যাবত এমন ভয়াবহ পরিস্থিতি এখানে বিরাজ করছিল। পুরো এলাকায় তখন কোনো ট্রাফিক কিংবা পৌরসভার ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তাকারী কাউকে দেখা গেলো না। কোনো গাড়ি দূরে থাক, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ারও কোনো সুযোগ ছিলো না। প্রায়ই এখানে এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। কী যে অসহ্য যন্ত্রণা আর দুর্ভোগ যে তখন মানুষকে পোহাতে হয় এই চত্বর-মোড়টিতে, তা ভুক্তভোগীই শুধু উপলব্ধি করতে পারে। পুলিশের ট্রাফিক বিভাগ কিংবা পৌরসভা, কোনো পক্ষ থেকেই মানুষের এই দুর্ভোগ দূর করতে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এই দুর্ভোগ আর ভোগান্তি থেকে মানুষের পরিত্রাণের উপায় কী? এই ভোগান্তির দৃশ্য আর কতদিন দেখতে হবে জনগণকে-এই প্রশ্নই এখন মানুষ দীর্ঘশ্বাস নিয়ে তুলছে। ছবি ও প্রতিবেদন : এএইচএম আহসান উল্লাহ।