প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
গতকাল ১ জুলাই ২০১১ বৃহস্পতিবার ছিলো নূতন রোটারী বর্ষ (২০২১-২২)-এর প্রথম দিন। এ দিনটি উদ্যাপনে চাঁদপুর রোটারী ক্লাব ২ জন দরিদ্র ব্যক্তির কর্মসংস্থানে ২টি রিকশা ভ্যান, প্যারালাইলজ্ড বৃদ্ধ ব্যক্তির চলাচলের সুবিধার জন্যে ১টি হুইলচেয়ার এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে পুঁজি প্রদান করে। সন্ধ্যায় এ উপলক্ষে চাঁদপুর রোটারী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, কাউন্সিলর ইউনুছ শোয়েব, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শাহেদুল হক মোর্শেদ ও সেক্রেটারী অ্যাডঃ পলাশ মজুমদারসহ রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও সচিববৃন্দ। ছবি : চাঁদপুর কণ্ঠ।