প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে ছিলো কচুয়া উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলার দায়ে আশ্রাফপুর, মাসনিগাছা, আমুজান, রহিমানগর বাজার, নলুয়া ও কচুয়া বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই সব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানা পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ জানান, ‘সরকার ঘোষিত লকডাউনের শর্ত অমান্য করায় এইসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালীন এই অভিযান অব্যাহত থাকবে।