প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
আগামী ২৩ অক্টোবর চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মনিরা ভবনে জেলা বিএনপির সকল উপজেলা ও পৌর বিএনপির ধারাবাহিক সাংগঠনিক সভার অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
সভায় দলের জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাঠ পর্যায়ের নেতাদের মনোভাব জানার চেষ্টা করেন দলের জেলা পর্যায়ে নীতি-নির্ধারকেরা।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসীম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশিদ, হুমায়ুন কবির প্রধান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবার, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ। এছাড়া সাংগঠনিক সভায় বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন জেলা বিএনপির সম্মেলন সফল করা, ত্যাগী ও সাহসী নেতা-কর্মীদের সমন্বয়ে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড শাখাকে সুসংগঠিত করা এবং দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।