শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

৩ কোটি টাকার জাল জব্দ ॥ ২৪ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চলবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ কার্যক্রম। গতকাল ৮ অক্টোবর ছিলো অভিযানের পঞ্চম দিন। এদিন পদ্মা-মেঘনায় ১৭টি অভিযান ও ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ১৫.১৮৯ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য ৩ কোটি টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর উপজেলার ১২ জন, হাইমচর উপজেলার ৭ জন, মতলব উত্তর উপজেলার ৫ জন, মোট ২৪ জন অসাধু জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর ১৩টি মামলা করেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ৯টি, হাইমচর ২টি, মতলব উত্তরে ২টি, মতলব দক্ষিণে ২টি, হাজীগঞ্জে ২টিসহ মোট ১৭টি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এসকল স্থান থেকে ০.০৮৬০০ মেঃ টন ইলিশ জব্দ করা হয়।

পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ইলিশসহ সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠাপানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এ অভিযানের শুরু। এ লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসময় ইলিশের আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন করা যাবে না। নিষেধাজ্ঞা থাকলেও অভিযানকালে অসাধু মৎস্য শিকারীরা থেমে নেই। তারা গোপনে নদীতে মাছ ধরা ও বিক্রি করে যাচ্ছে।

অভিযান সফল করতে কঠোর মনোভাব নিয়ে প্রতিদিনই নদী এবং মৎস্য আড়তে অভিযান অব্যাহত রেখেছেন টাস্কফোর্স সদস্যরা। এদিন হরিণা নৌপুলিশ ফাঁড়ির একক অভিযানে ২টি নৌকা জব্দ এবং ৮ জন জেলের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা করা হয়। এছাড়া আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ির একক অভিযানে ১টি নৌকা জব্দসহ ৪ জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তর মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় ১টি নৌকাসহ ৫ জন জেলেকে আটকপূর্বক তাদের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়