শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০

জাল নৌকা মাছসহ আটক ১০ জেলের কারাদণ্ড
মিজানুর রহমান ॥

চাঁদপুরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের চতুর্থ দিনের অভিযানে গতকাল বৃহস্পতিবার আটক ১০ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় এদিন পৃথক অভিযানে দুটি মাছ ধরার নৌকা, ৬০ কেজি ইলিশ মাছসহ জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলো : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর ও খেরুদিয়া এলাকার নাছির হোসেন (৩০), সফিকুল ইসলাম (২০), আব্দুস সুক্কুর গাজী (২০), খোকন বেপারী (২৩), ফারুক দর্জি (৩০), মনির হাওলাদার (২০), মোঃ ফারুক খান (৩২), মোঃ নাছির (২৯), আউয়াল হাওলাদার (৬৩) ও গোলাম রাসেল (২৩)।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, এদিন ভোরে নদীতে মাছ ধরা অবস্থায় টহলরত আইনশৃঙ্খলা বাহিনী জাল নৌকা মাছসহ জেলেদের আটক করে। পরবর্তীতে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা দুটি কোস্টগার্ড ও মৎস্য বিভাগের জিম্মায় রাখা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল থেকে জানানো হয়, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ চার দিন চাঁদপুরে ৩৪ লাখ মিটার জাল, ইঞ্জিনচালিত মাছ ধরার দুটি নৌকা এবং প্রায় একশ কেজি ইলিশ জব্দ এবং ১৫ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়