প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে লিয়াকত আলী প্রধান সভাপতি নির্বাচিত হয়েছেন।
৭ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, সমঝোতার ভিত্তিতে সভাপতি নির্বাচন সম্ভব না হলে কাউন্সিলের দ্বিতীয় পর্বে বিকেল তিনটায় ভোট প্রক্রিয়া শুরু হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৫ জন প্রার্থিতা ঘোষণা করেন। এরা হলেন : উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, জেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। পরে জয়নাল আবেদীন প্রধান ও ফারুক বিন জামান প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
উপজেলা আওয়ামী লীগের ২শ’ ৮০ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ৩০ জন প্রত্যক্ষ ভোটে অংশ নেন। এতে ১শ’ ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান। এছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার ৩৮ ভোট ও সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম ১২ ভোট পান।
২০২০ সালের ১২ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন মারা গেলে তাঁর পদটি শূন্য হয়। তখন থেকে গত ২১ মাসের বেশি সময় ধরে দলটির সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদকে দিয়েই চলেছে সাংগঠনিক কার্যক্রম।
নির্বাচিত সভাপতি লিয়াকত আলী প্রধান বলেন, দলীয় কাউন্সিলরদের প্রতি চিরকৃতজ্ঞ। দলকে সাংগঠনিক ও সরকারি কর্মকাণ্ডে ত্বরান্বিত করার লক্ষ্যে আমিসহ আমার দলীয় লোকজন সব সময় সম্পৃক্ত থাকবো। পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী ও নবীনদের নাম স্থান পাবে।