শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০

কর্মদিবসেও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উড়ছে না জাতীয় পতাকা
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে না কর্তৃপক্ষ। বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা ১৯৯২ (২০১০ সংশোধিত) অনুযায়ী সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা করছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

৭ অক্টোবর বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় টাঙানো হচ্ছে না বাংলাদেশের জাতীয় পতাকা। সরকারি গুরুত্বপূর্ণ এমন একটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন স্থানীয় সুধীজনেরা। তাদের দাবি, এ বিষয়ে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ক’জন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, মাঝেমধ্যে তারা জাতীয় পতাকা উড়তে দেখেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী বলেন, তিনি গত কয়েকদিন অসুস্থতার কারণে হাসপাতাল এলাকার বাইরে আছেন, সে কারণে হয়তো তদারকির অভাবে এমনটা হতে পারে। আগামীতে আর কখনো এমনটা হবে না বলে তিনি এই প্রতিনিধিকে জানান।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির সাথে কথা হলে তিনি বিষয়টি শুনে হতবাক হয়ে যান। তিনি বলেন, সকল সরকারি এবং বেসরকারি অফিসে অবশ্যই সরকারি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেটা জাতীয় পতাকা আইনে লেখা আছে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনে অনিয়ম করবে সেটা সহ্য করার মতো নয়। এটি জাতীয় পতাকা অবমাননার শামিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়