প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা জনসংখ্যা ও আয়তনে জেলার সর্ববৃহৎ উপজেলা। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের এই উপজেলায় পৌর ভূমি অফিসসহ মোট ১২টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। জমির জমা খারিজসহ ভূমি সংক্রান্ত সকল কার্যাবলি এসব ভূমি অফিসে করে থাকে স্থানীয় লোকজন। কিন্তু দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ১০টি পদ শূন্য থাকার কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ দৈনন্দিন কার্যাবলি উপ-সহকারী ভূমি কর্মকর্তা দিয়েই অফিস কার্যক্রম চালিয়ে গেলেও সেখানেও জনবল সংকটের কারণে বর্তমানে দুই অফিসে একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, উপজেলার পৌর ভূমি অফিস ও ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ভূমি অফিস, ১নং বালিথুবা পশ্চিম ও ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ভূমি অফিস একত্রে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ১০নং গোবিন্দপুর দক্ষিণ ও ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ১৫নং রূপসা উত্তর ও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন এবং ৭নং পাইকপাড়া উত্তর ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহে ভাগ করে দুই জন উপ-সহকারী কর্মকর্তা কাজ চালিয়ে যাচ্ছেন।
সরকারের রাজস্ব আয়ের বড় একটি মাধ্যম সাব রেজিস্ট্রি অফিস। এই অফিসের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্ক ইউনিয়ন ভূমি অফিসের। তাই ইউনিয়ন ভূমি অফিসের কাজে ধীরগতির কারণে অনেকাংশে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এছাড়াও ভূমির আধুনিকায়নে ভূমি অনলাইন কার্যক্রম চলমান রয়েছে। জনবল সংকটে অনলাইন কার্যক্রমের গতি ও মান ঠিক রাখা সম্ভব হচ্ছে না বলে জানান কয়েকজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আশাকরি দ্রুত ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তার শূন্য পদগুলো পূরণ করা হবে।