শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অ্যাডঃ আলম খান মঞ্জু

বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অ্যাডঃ আলম খান মঞ্জু
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের তফসিলের পর থেকেই বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অ্যাডঃ আলম খান মঞ্জু।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাই ২০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে ৭নং তরপুরণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গ্রাম-গ্রামান্তরে এখন ইউপি নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নগুলোতে। সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী, কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে তফসিলের পরের দিন থেকেই।

তফসিলের পর থেকেই বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ আলম খান মঞ্জু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া নিচ্ছেন। এই ইউনিয়নে বিএনপির একমাত্র প্রার্থী হচ্ছেন তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ নিঃস্বার্থভাবে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। এলাকার যে কোনো মানুষের বিপদে-আপদে নিজ উদ্যোগে সেখানে ছুটে যান। যে কারণে ওই ইউনিয়নের সকল ধরনের মানুষের কাছে জনদরদি হিসেবে তিনি পরিচিত হয়ে উঠেছেন খুব অল্প সময়ে। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতে জনপ্রতিনিধি হয়ে সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা তাদের পাশে থাকার জন্যে এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করতে চান।

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ আলম খান মঞ্জু বর্তমানে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর আপন খালু হচ্ছেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক। তার বড় ভাই ঢাকার বিএনপি নেতা। তিনি যেন নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন সেজন্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়