শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

চতুরঙ্গের সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের সমাপনী আলোচনা অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

উৎসবরূপে আমাদের সামাজিক আন্দোলন একদিন সফল হবেই

উৎসবরূপে আমাদের সামাজিক আন্দোলন একদিন সফল হবেই
গোলাম মোস্তফা ॥

পাওয়ার সেলের মহাপরিচালক চাঁদপুরের কৃতী সন্তান ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেছেন, সারাবিশ্বে একটি নাম খুবই পরিচিত সেটি হচ্ছে বাংলাদেশের পর একমাত্র জেলা, যেটি হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। এ জেলার নাগরিক হিসেবে আমি গর্বিত।

তিনি বলেন, প্রতি বছর ইলিশ উৎসব শুরু হলে আমার মনটা থাকে কখন চাঁদপুরে আসবো। অবশেষে আসলাম। কিন্তু আজকের এ অনুষ্ঠানে এসে আমার মনটা অনেক খারাপ লাগছে। কারণ ৪০ বছর পূর্বে আমি এসএসসি পরীক্ষা শেষ করে চাঁদপুরে এসে একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানে গান শুনে এক গানের পাখির ভক্ত হয়েছিলাম, সেই গানের পাখির নাম তাহমিনা হারুন। আমি পরে শুনেছি তাহমিনা হারুন আমাদের হারুন আল রশীদ ভাইয়ের সহধর্মিণী। আজ তিনি পৃথিবীতে নেই, আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, চাঁদপুরের এ ইলিশ উৎসব শুধু মা ইলিশ সংরক্ষণের সামাজিক আন্দোলনই নয়, এটি চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নেতৃবৃন্দের একটি মিলনমেলার উপলক্ষ। এতে সকলের সাথে সকলের একটি সেতুবন্ধনের সৃষ্টি হয়।

ইলিশ উৎসব আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ আয়োজনের জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একটি অনুষ্ঠান করতে কত কষ্ট এবং কত দিকে ম্যানেজ করতে হয় সেটা আমার জানা আছে। তিনি ইলিশ উৎসব আয়োজনের বিষয়ে বলেন, আপনাদের এ সামাজিক আন্দোলন একদিন সফল হবে, উৎসবের আয়োজন সার্থক হবে, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়ে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে-এ বিশ্বাস আমার রয়েছে।

ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিনেবাজ ও টিকে গ্রুপের পুষ্টির পৃষ্ঠপোষকতায় এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ৫ দিনব্যাপী ১৩তম ইলিশ উৎসবের সমাপনী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ-এর সভাপ্রধানে ও উৎসব উদ্যাপন কমিটির মহাসচিব হারুন আল রশীদের উপস্থাপনায় সান্ধ্যকালীন ও সমাপনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সাবেক সদস্য, সদ্য ঘোষিত লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল ও বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে ক্রেস্ট প্রদান এবং উৎসবের টি-শার্ট ও মাস্ক বিতরণ করেন।

এরপর একের এক সংগঠনের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ৫ দিনব্যাপী ইলিশ উৎসবে যে সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়