শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

চতুরঙ্গের সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের ৪র্থ দিনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চতুরঙ্গের ৫দিনব্যাপী সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের ৪র্থ দিন অতিবাহিত হয়েছে। এদিন চাঁদপুরসহ দেশের তিনটি জেলার শিল্পীদের সমন্বয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সেরা নাচিয়ে প্রতিযোগিতা ও ইলিশ নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলে এ উৎসব।

উৎসবের শুরুতেই দলগত সেরা নাচিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, মৃনাল সরকার, শারমিন আক্তার জুঁই, দ্বীপ ও অমি। নৃত্য প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ইলিশ বিষয়ে মুক্ত ভাবনা নিয়ে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রতিনিধিদের গোলটেবিল আলোচনা সম্পন্ন হয়।

হারুন আল রশীদের সঞ্চালনায় এবং আজীবন সদস্য মাহমুদা খানমের সভাপ্রধানে ইলিশ নিয়ে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি শারমিন আক্তার জুঁই, সহ-সভাপতি তানজিয়া রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা রহমান, তানিয়া খান ও কোষাধ্যক্ষ তানজিলা।

উৎসবের এই দিনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ, লক্ষ্মীপুর জেলার লতিকা নৃত্যালয় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল নৃত্যালয় একাডেমি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, এদিন চতুরঙ্গের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপ্রধানে চাঁদপুরের প্রবীণ সংগীত প্রশিক্ষক শন্তি রক্ষিত এবং গিটার শিল্পী অধ্যাপক অসিত কুমারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহসিন পাঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়