প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন অনিয়মিত কর্মচারীকে বিদায় দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৌরসভার অনিয়মিত কর্মচারী মোঃ হাতেম আলীর বিদায়ে এ দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। মঙ্গলবার দুপুরে স্বেচ্ছায় অবসরজনিত বিদায়কালে হাতেমকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করেন মেয়র।
হাতেম আলীকে বিদায়কালে মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। এ সময় মোঃ হাতেম আলীকে জড়িয়ে ধরে পৌরসভা কার্যালয় থেকে সড়কপথে নিয়ে আসেন মেয়র নিজে।
পৌরসভা সূত্রে জানা গেছে, অনিয়মিত কর্মচারী হিসেবে মোঃ হাতেম আলী দীর্ঘ ১৯ বছর দৈনিক হাজিরার ভিত্তিতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। চলতি বছর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বেশ কয়েকবার চিকিৎসা নিলেও তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেননি। ফলে নিয়মিত চাকরি করাটা তার জন্যে কষ্টকর হয়ে পড়ে। তাই স্বেচ্ছায় চাকুরি হতে অব্যাহতির আবেদন করেন হাতেম আলী।
এক প্রতিক্রিয়ায় হাতেম আলী বলেন, অসুস্থতার কারণে চাকরি হতে স্বেচ্ছায় অবসর নিয়েছি। চিকিৎসাকালে স্যার (মেয়র) আর্থিক সহযোগিতা ও মানসিকভাবে অনেক সাহস দিয়েছেন। এখন বিদায়বেলায় স্যার যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি স্যারের কাছে ঋণী হয়ে গেলাম। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে তার সুস্থতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।