শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

নেতা-কর্মীরা উজ্জীবিত, এটাকে ধরে রাখতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় টিমের চাঁদপুর সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভার পর দলের সকল স্তরের নেতা-কর্মীরা উজ্জীবিত। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে এখন জেলা আওয়ামী লীগ অফিস সরগরম থাকে। প্রতিদিন সন্ধ্যার পর কয়েক শ’ নেতা-কর্মী জেলা আওয়ামী লীগ অফিসে একত্রিত হন, নিজেদের মধ্যে সাংগঠনিক নানা বিষয়ে আলাপচারিতায় ব্যস্ত সময় কাটান। আর এ সময়ে সিনিয়র যে কোনো নেতা উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তাদেরকে দলের কর্মকা-ে উদ্দীপনা দিয়ে থাকেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেমনই এক অনির্ধারিত এবং অনানুষ্ঠানিক সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ২ অক্টোবর চাঁদপুরে আওয়ামী লীগের যে তৃণমূল প্রতিনিধি সভা হয়ে গেলো, এটির যদি মূল্যায়ন করা হয়, তাহলে বলতে হবে এর ফলাফল সুদূরপ্রসারী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে এই তৃণমূল প্রতিনিধি সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। তৃণমূলের নেতারা এসে কেন্দ্রীয় নেতাদের সামনে বক্তব্য রাখতে পেরেছেন, তাদের মনের দুঃখ-বেদনার কথা তুলে ধরতে পেরেছেন এতে তারা খুবই আনন্দিত। সকলের একটা মিলনমেলা হলো। এটিকে গণতন্ত্র চর্চার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বলা যায়। নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। এটাকে ধরে রাখতে হবে। তাই প্রতিদিন পার্টি অফিসে এসে এভাবে সরগরম রাখতে হবে, দলীয় কর্মকা- নিয়ে আলাপ-আলোচনা করতে হবে। এর দ্বারা নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণভাব তৈরি হবে।

অনির্ধারিত এ সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়