শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর আরো তিনটি ব্রীজ করা হবে
কামরুজ্জামান টুটুল ॥

আমরা কাজের ক্ষেত্রে কঠোর হবো, তবে নিষ্ঠুর নয়। উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না। যে কঠোরতা মানুষের কল্যাণ নিয়ে আসবে, আমরা তা-ই করার চেষ্টা করবো। উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। গত রোববার বিকেলে হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপ্রধানে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আরো বলেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি দেখেছি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ৫ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা ছিল। বর্তমানে প্রায় ৮শ’ কিলোমিটার পাকা রাস্তা, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় সাড়ে ৮শ’ টি ব্রীজ-কালভার্ট এবং প্রায় ৮শ’ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর আরো তিনটি ব্রীজ করা হবে উল্লেখ করে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিকে শতভাগ বিদ্যুতায়ন, চারটি বেসরকারি সরকারি স্কুল ও কলেজকে জাতীয়করণ, প্রায় শতভাগ ভাতা প্রদানসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়া ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর করে দেয়া হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে ৭৩টি প্রকল্পের (ব্রীজ-কালর্ভাট, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন) উদ্বোধন করা হবে।

মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আমার কোনো চাহিদা ছিলো না, তবে স্বপ্ন দেখেছি। যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমি স্বপ্ন দেখেছি কীভাবে মানুষের সেবা করা যায়, কীভাবে মানুষের পাশে থাকা যায়। তাই সেবার উদ্দেশ্যে মানুষের পাশে এখনো রয়েছি। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম. সোয়েব আহমেদ চিশতী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাইদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা খানম, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকাশ কুমার সাহা।

উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জাকির হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলার তথ্য আপা মরিয়ম আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, আলহাজ্ব জাকির হোসেন লিটু, রফিকুল ইসলাম মিলিটারী, গিয়াস উদ্দিন বাচ্চু ও জলিলুর রহমান মির্জা দুলাল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলা পর্যায়ের সকল গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়