শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০

মাদ্‌রাসার স্বকীয়তা ও আলেম তৈরির ব্যবস্থা রেখে কারিগরি ও আইসিটিসহ আধুনিক কারিকুলাম তৈরি করতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা জামিয়াতুল মোদার্রেছীনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সোমবার বিকেল ৩টায় চাঁদপুর আহম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্‌রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান। তিনি বলেন, মাদ্‌রাসার স্বকীয়তা ও আলেম তৈরির ব্যবস্থা রেখে কারিকুলাম আধুনিক করতে হবে।

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় করোনাকালে ১০ জন দায়িত্বশীলসহ অন্যান্য মৃতের জন্যে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের মতলব দক্ষিণ শাখার সভাপতি অধ্যক্ষ আ.ই.ম. জাকারিয়া চৌধুরী।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ হেফজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওঃ আনিসুর রহমান, চাঁদপুর সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, জেলা জামিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দীন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ জসিমউদ্দীন, কচুয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ আলী আক্কাস, মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ নিজামুদ্দিন, উপাধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওঃ মোয়াজ্জেম হোসেন ও জেলা জামিয়াতুল মোদার্রেছীনের দপ্তর সম্পাদক মাওঃ মোঃ জিয়াউদ্দীন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়