শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে মেলার নামে ৭ মাস বিদ্যালয় মাঠ বেদখল
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ মাঠে স্বাধীনতা মেলা ২০২১ করার জন্য ৩ মাসের অনুমতি নিয়ে বিদ্যালয়ে মাঠে টিনের বেড়া দেয় আয়োজনকারী। সেই বেড়ার ভিতরেই টিকেট কাউন্টারসহ ছোট ছোট দোকান তৈরি করা হয়। মেলা করার জন্য পুরো প্রস্তুতি শেষ করার পর পর করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আঘাত হানে দেশে। ফলে বন্ধ হয়ে যায় মেলার উদ্বোধনসহ সকল কার্যক্রম। এদিকে মেলা আয়োজনকারী মাঠ ব্যাবহারের জন্য ২ মাসের অনুমতি চেয়ে আবেদন করলে সেই আবেদনে ৩ মাসের অনুমতি দেন তৎকালীন অধ্যক্ষ। মাঠ ব্যবহারের অনুমতি দেবার প্রায় ৭ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ মাঠ দখল না ছাড়ার কারণে বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় খুলে দেবার আগ ও পর থেকে আয়োজনকারীদেরকে চিঠি দিয়ে কোনো উত্তর পাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে মাঠ দখল না ছাড়ার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলাসহ স্কাউট কার্যক্রম করতে পারছে না।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় মাঠে মাসব্যাপী মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেলা করার জন্য মাঠের অনুমতি চেয়ে সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ আবু তাহের মজুমদারের কাছে একটি আবেদন করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আবেদন করেন হাজীগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ। অধ্যক্ষ সেই আবেদন গ্রহণ করেন চলিত বছরের ১ মার্চ।

ওই আবেদনের সূত্রে জানা যায়, আবেদনকারী ১০/০৩/২০২১ খ্রিঃ হতে ১৫/০৫/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মাঠ ব্যবহারের অনুমতি চান। ঐ আবেদনে উল্লেখ করা হয়, শাড়ি, কুটির শিল্প, দেশী-বিদেশী কসমেটিক্স, ইমিটেশন, আচারসহ বিভিন্ন স্টল থাকবে মেলায়। এ ছাড়া মেলায় নৌকা দোলা, নাগর দোলা, সামাজিক মিনি সার্কাসের ব্যবস্থা রাখা হবে। এতে করে অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্বাস্থ্যবিধিসহ হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে মেলায়।

মাহতাব হোসেন সবুজের আবেদনের সূত্রে সাবেক অধ্যক্ষ আবু তাহের মজুমদার বিদ্যালয়ে প্যাডে চলিত বছরের ৩ মার্চ মাঠ ব্যবহারের লিখিত অনুমতি প্রদান করেন। আবেদনকারী ২ মাসের জন্যে মাঠ ব্যবহারের অনুমতি চান অর্থাৎ ১০/০৩/২০২১ থেকে ১৫/০৫/২০২১ পর্যন্ত। কিন্ত কোনো এক অজ্ঞাত কারণে অধ্যক্ষ ০৩/০৩/২০২১ থেকে ১০/০৬/২০২১ তারিখ পর্যন্ত অর্থাৎ ৩ মাস সময় দেন আবেদনকারীকে। মাঠ ব্যবহারের অনুমতি ৩ মাস সময় শেষ হয়ে অতিরিক্ত আরো ৪ মাস পার হয়ে গেলেও মেলার আয়োজনকারী মাঠ থেকে কোনো মালামাল সরাচ্ছেন না।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খোদেজা বেগম গত ২১/৮/২০২১ খ্রিঃ স্বাক্ষরে মাঠ ছাড়ার জন্য মাহতাব হোসেন সবুজকে নেটিস পাঠান। মেলার সকল সরঞ্জাম বিদ্যালয়ের মাঠ থেকে সরানোর জন্যে নোটিসে বলা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী অনিক রহমান ও ইশতিয়াক হোসেন রূপক জানান, প্রায় পৌনে ২ বছর পর বিদ্যালয়ে এসে দেখি, আমাদের খেলার মাঠের ষোলআনাই দখল করে রাখা হয়েছে। এখন আমাদের খেলাধুলা করার মতো কোনো স্থান পাচ্ছি না। আমরা এখনই বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত চাই।

মাহতাব হোসেন সবুজ মুঠোফোনে জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে জেলা প্রশাসকের অনুমতি পাওয়া না গেলে শুক্রবার থেকে মেলার স্টল ও অন্যান্য উপকরণ সরিয়ে নেবো।

বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা বেগম জানান, বিদ্যালয়ের আনুষঙ্গিক উপকরণ অপসারণের জন্য মেলা কর্তৃপক্ষকে বেশ কয়েকবার মৌখিকভাবে বলা হয়েছে। এরপর গত ২৪ আগস্ট লিখিতভাবে প্রথম নোটিস দেয়া হয়েছে। যথাসময়ে মাঠ খালি না করায় ১ অক্টোবর দ্বিতীয় নোটিস দেয়া হয়েছে। তবে আগামী শুক্রবারের মধ্যে মাঠ খালি করে দিবে বলে মেলা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে।

বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বিদ্যালয়ের মাঠ থেকে মেলার স্টল ও অন্যান্য উপকরণ অপসারণের জন্য মেলা কর্তৃপক্ষকে অধ্যক্ষের মাধ্যমে নোটিস দেয়া হয়েছে। যদি তারা না সরায়, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়