শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

চতুরঙ্গের আয়োজনে সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসব শুরু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘জেগে ওঠো মাটির টানে’ এ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে গতকাল ২ অক্টোবর শনিবার চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ৫ দিনব্যাপী সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসব শুরু হয়েছে।

জাতীয় সংগীত ও মুজিববর্ষের থিম সং পরিবেশনের মাধ্যমে ১৩তম ইলিশ উৎসবের সূচনা করা হয়। সূচনাকালে ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত ও মৎসজীবী প্রতিনিধি শাহআলম মল্লিক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অনিতা কর্মকারের পরিচালনায় সুরধ্বনি সংগীত একাডেমির শিল্পীরা। এর মাঝেই খুদে নৃত্য শিল্পী ও গানবাজদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে বিচারকের দায়িত্ব পালন করেন হারুন আল রশীদ ও অনিতা কর্মকার। নৃত্য প্রতিযোগিতা শেষে ‘আইনের প্রয়োগ নয় ব্যাপক জনসচেতনতাই পারে মা ইলিশ রক্ষা করতে’ বিষয়ের উপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। পক্ষ দলে ছিল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর বিপক্ষ দলে ছিল বাবুরহাট উচ্চ বিদ্যলয় ও কলেজের শিক্ষার্থীরা। সভাপ্রধান ছিলেন ভিভিয়ান ঘোষ আর মডারেটর ছিলেন কাজী আজিজুল হাকিম নাহিন।

ইলিশ উৎসবের প্রথম দিন সংবর্ধিত হন সরকারের সাবেক সচিব, শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক হোসেন। তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি গর্বিত ইলিশের দেশে জন্মেছি বলে। এখন ইলিশের কথা বললেই চাঁদপুরের কথা চলে আসে। ইলিশ মানেই চাঁদপুর।

অন্যান্য বক্তা বলেন, হারুন আল রশীদ সদ্য হারিয়েছেন তার সহধর্মিণী তাহমিনা হারুনকে। পাশাপাশি চতুরঙ্গের আরেক কর্ণধার ইয়াহিয়া কিরণকেও হারিয়েছেন। তারপরও হারুন আল রশীদ ইলিশ উৎসবের হাল না ছেড়ে ১৩তম ইলিশ উৎসব করছেন।

সংবর্ধনা পর্বে সভাপ্রধান ছিলেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। সঞ্চালনায় ছিলেন চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চতুরঙ্গের উপদেষ্টা, চাঁদপুর কণ্ঠ সম্পাদক অ্যাডঃ ইকবাল বিন বাশার ও উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের সদস্য সচিব তোফায়েল আহাম্মদ শেখ। সুদীপ তন্ময়ের পরিচালনায় জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়