শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

শেখ হাসিনার নির্দেশনা

তৃণমূলের মতামত নিয়ে নির্বাচনী ইশতেহার : আবু সাঈদ আল মাহমুদ স্বপন

তৃণমূলের মতামত নিয়ে নির্বাচনী ইশতেহার : আবু সাঈদ আল মাহমুদ স্বপন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আওয়ামী লীগের সাথে বেঈমানী করলে আমার মতো নেতারাই করবে, তৃণমূলের নেতারা বেঈমানী করে না। তৃণমূল আওয়ামী লীগের প্রাণশক্তি, আওয়ামী লীগকে সবসময় বাঁচিয়ে রাখে তৃণমূল।’ এভাবেই তৃণমূলের নেতাদের গুরুত্ব তুলে ধরলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে তৃণমূলের মতামত নিয়ে। সে লক্ষ্য নিয়ে আজকের এই তৃণমূল প্রতিনিধি সভা। তাই আজকে তৃণমূল নেতাদের বক্তব্য আমরা শুনবো। আপনারা যতক্ষণ বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শুনবো। আর সবাই সবার বক্তব্য শুনতে হবে।

আল মাহমুদ স্বপন গতকাল শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। চাঁদপুর স্টেডিয়ামে গতকাল সকাল ১০টায় এ প্রতিনিধি সভা শুরু হয়। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যে দলে গণতন্ত্রের চর্চা হয় এবং হচ্ছে। যার প্রমাণ আজকের তৃণমূল প্রতিনিধি সভা। এই সভার সফলতা কামনা করছি। সভা শেষ হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়