প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা উপলক্ষে কচুয়ায় প্রস্তুতি সভা
রাজনীতি করতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের কল্যাণে
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, রাজনীতি করতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে, জনগণের কল্যাণে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে রাজনীতি করেন তাদেরকে পরিহার করে দলীয় আদর্শ-শৃঙ্খলা অনুসরণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভাটি সফল করে তুলতে হবে।
|আরো খবর
তিনি গতকাল শুক্রবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের আজকের তৃণমূল প্রতিনিধি ও ৩ অক্টোবর বর্ধিত সভা উপলক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধভাবে দলীয় নেতা-কর্মীদের প্রতিনিধি সভায় যোগদান করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপ্রধানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সহ-সভাপতি জাবরুল হাসান শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাাদক মোফাচ্ছেল হোসেন খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, সাবেক সভাপতি কামাল হোসেন টিটু ও সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।