প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দুইদিনের সফরে শনিবার চাঁদপুর আসছেন
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দুইদিনের সফরে শনিবার চাঁদপুর আসছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত বার্তা থেকে জানা যায়, তিনি আগামীকাল ২ অক্টোবর শনিবার ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। পরে সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় যোগদান করবেন। বিকেল ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান। পরদিন ৩ অক্টোবর রোববার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন। দুপুর ৩টায় তিনি চাঁদপুর হতে ঢাকাস্থ হেয়ার রোডের সরকারি বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।