শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

যারা আইন মানবে না, জেল-জরিমানাসহ নৌকা নিলাম করে দেয়া হবে
মিজানুর রহমান ॥

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ (৪-২৫ অক্টোবর) চাঁদপুরে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁদপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিগণ, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বরফ কল মালিকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।

সভার শুরুতে গত বছরের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করে এবার মা ইলিশ রক্ষা অভিযান সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি প্রশাসনের সমন্বিত অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ২২ দিনের অভিযান চলাকালে জেলেরা যাতে বরাদ্দকৃত চাল ঠিকভাবে পায় তা নিশ্চিত করা হবে। রাতে যাতে জেলেরা নদীতে নামতে না পারে সেজন্যে টহল ব্যবস্থা জোরদার করা হবে। তিনি বলেন, জেলেরা যদি মাছ মারা বন্ধ না রাখে, মা ইলিশ রক্ষা সম্ভব না। এ বিষয়ে জেলেদের সচেতন থাকতে হবে। কারণ, মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ জেলেদেরই করে দিতে হবে। এতে জেলেরাই ইলিশ পেয়ে লাভবান হবে। জেলা প্রশাসক বলেন, এবার নদীতে মাছ না পাবার অনেকগুলো কারণ রয়েছে। জাটকা ও মা ইলিশ ব্যাপকভাবে নিধন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার এমনটা যেন না হয়। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মা ইলিশ রক্ষা অভিযান সফল করার কাজ করবো। যারা আইন মানবে না, তাদের জেল-জরিমানাসহ জেলে নৌকা নিলাম করে দেয়া হবে। এছাড়া তিনি বলেন, এই ২২ দিন নদীতে বালু উত্তোলন বন্ধ থাকবে।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, নৌ পুলিশের এসআই শহিদুল ইসলাম, হাইমচর উপজেলার চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার, জাতীয় মৎস্যজীবী সমিতির চাঁদপুর জেলা সভাপতি তছলিম বেপারী, মতলব উত্তর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী প্রধানিয়া, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসকুরুনি সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়