প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
চাঁদপুরে সুজনের গোলটেবিল বৈঠক
আজ ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে ‘তথ্য অধিকার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে’-এই প্রতিপাদ্যে চাঁদপুরে গোলটেবিল বৈঠক আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।
|আরো খবর
আজ মঙ্গলবার বেলা ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। প্রধান আলোচক জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। সভাপতিত্ব করবেন সুজন জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া জীবন। বৈঠকে চাঁদপুরের সকল সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা।