সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০

দশে মিলে করি কাজ, বাংলাদেশ এগিয়ে যাক
অনলাইন ডেস্ক

সৌদি আরব প্রবাসী আলহাজ¦ মোঃ নাছির উদ্দিন মাহমুদ। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের তালতলী মুন্সী বাড়ির সন্তান। ৩১ বছর যাবৎ সৌদি আরবের আল জুবাইল শহরে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ : ৩১ বছর যাবৎ সৌদি আরবের আল জুবাইল শহরে আছি। চাঁদপুর জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছি। নিজস্ব ব্যবসা পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ সময় বেশ কাটছে।

চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমার অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। ১৯৭১ সালের আগের ও পরের বাংলাদেশের তফাৎ আসমান আর জমিন।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পৌঁছার আগেই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি পৌঁছে গেছে বিশ্ব দরবারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো উন্নয়নশীল একটি বাংলাদেশ। তিনি তা করে যেতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ : প্রবাসের মাটিতে বসে যখন দেখি একশ্রেণির স্বার্থপর মানুষ তাদের ব্যক্তিগত আখের গোছানোর জন্যে দেশের সম্পদ লুটে খায় তখন কষ্ট লাগে। জাতির পিতা বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন, কোনো ধরনের স্বজনপ্রীতি, আত্মীয়করণ, ঘুষ বাণিজ্য করা যাবে না, অসহায় হতদরিদ্র মানুষদের সম্মান দিতে হবে, তাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। অথচ আজ কিছু অফিসার দেশ বিরোধী কাজ করেই যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তাদের হুঁশিয়ার করছেন। দেশের উন্নয়নে সবাই আন্তরিকভাবে কাজ করলে আসলেই বাংলাদেশ হবে একদিন সোনার বাংলা। দূর হবে সকল কষ্ট, বেদনা আর অতৃপ্তি।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ : আসুন দশে মিলে করি কাজ, বাংলাদেশ এগিয়ে যাক। শান্তিতে বসবাস করুক দেশের প্রতিটি মানুষ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়