প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
চাঁদপুরে রোটারীর যুব সংগঠন হিসেবে নুতন দুটি রোটার্যাক্ট ক্লাব রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট (২০২০-২১) Holger Knaack স্বাক্ষরিত চার্টার সনদ অর্জন করেছে। একটির নাম রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সিটি (আইডি ৮৮২৩৭০৯) এবং আরেকটির নাম রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি (আইডি ৮৮২৩৮২৫)। ৩ জুন ২০২১ চার্টার প্রেসিডেন্ট হিসেবে রোটার্যাক্টর রাতিবুল ইসলাম তুষার রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সিটির চার্টার সনদ এবং ১৭ জুন ২০২১ চার্টার প্রেসিডেন্ট হিসেবে রোটার্যাক্টর তাহমিনা আক্তার সায়মা রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চার্টার সনদ লাভ করেন। চাঁদপুর সিটির স্পন্সর হয়েছেন মতলব রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ রেদোয়ান আহমেদ জাকির এবং চাঁদপুর হিলশা সিটির স্পন্সর হয়েছে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব।