সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০

লকডাউন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

চলমান লকডাউন সফল ও আগামীকাল বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে ফরিদগঞ্জে গতকাল মঙ্গলবার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী অফিসার শিউলী হরির সভাপ্রধানে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, চাঁদপুর সদরের পর ফরিদগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি খারাপ। তাই আমাদের লকডাউন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রথমত আমাদের বাঁচতে হবে। সেজন্যে সরকার কর্তৃক নির্দেশিত নিষেধাজ্ঞাসমূহ শতভাগ পালন করতে হবে। ফরিদগঞ্জ যেহেতু বড় উপজেলা, তাই আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে জনগণকে লকডাউন মানতে উদ্বুদ্ধ করবো। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা ছাড়াও ব্যবসায়ী ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, করোনা প্রতিরোধে সর্বোত্তম পন্থা হলো মাস্ক ব্যবহার করা। আমি আমার পৌর কার্যালয়ে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করেছি। আশা করছি, পুরো উপজেলায় জনগণকে মাস্ক ব্যবহার নিশ্চিতে যুক্ত করতে পারলে করোনা প্রতিরোধে আমরা সফল হবো।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ফরিদগঞ্জ লকডাউন কার্যকরে প্রশাসন, থানা পুলিশ এবং জনপ্রতিনিধিরা একযোগে মাঠে নামবে। ব্যবসায়ী নেতৃবৃন্দও তাদের সহায়তা করার আশ^াস দেন।

আলোচনা শেষে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সরকারি বিভিন্ন দপ্তর, ব্যবসায়ী এবং প্রেসক্লাবের হাতে করোনা প্রতিরোধে মাস্ক তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়