প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় হরিণায় ধরা পড়লো বিরল প্রজাতির চিতা বিড়াল। ২৯ জুন মঙ্গলবার সকালে চিতা বিড়ালটি ধরে স্থানীয়রা।
জানা যায়, মঙ্গলবার সকালে হরিণা চৌরাস্তা এলাকায় কয়েকটি কুকুর একটি চিতা বিড়ালকে তাড়া করছিলো। এ সময় এলাকাবাসী বিড়ালটিকে ধরে ফেলে। এ নিয়ে এলাকায় নানাজন নানা মত প্রকাশ করছেন। কেউ বলছেন বাঘের শাবক, কেউ বলছেন চিতা বাঘের শাবক, আবার কেউ বলছেন চিতা বিড়াল। পরে সেটিকে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর কার্যালয়ে নিয়ে আসেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন বলেন, দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল। এটি সনাক্ত করার জন্যে ঢাকায় ছবি পাঠিয়েছি। ডাঃ আহসান হাবিব শামীম এটিকে চিতা বিড়াল বলে সনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল ইসলাম বলেন, চিতা বিড়াল একটি বিরল প্রজাতির প্রাণি। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থভাবে ধরে এনেছে সেজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।