সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র আত্মপ্রকাশ
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে ঐতিহাসিক ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র আত্মপ্রকাশ হয়েছে। চাঁদপুরের সর্বস্তরের ঐক্যবদ্ধ সচেতন নাগরিকদের অংশগ্রহণে ও সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি যাত্রা শুরু করেছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় কদমতলা স্কাউট ভবনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার যথাযথ নিয়ম মেনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠিত হয়। এর আগে নির্ধারিত ২৬ জুন ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মহতী সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক, ‘শিল্পচূড়া’র সভাপতি কলামিস্ট মাহাবুবুর রহমান সেলিম।

দৈনিক একাত্তর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলার সরকারি আইন কর্মকর্তা পিপি অ্যাডভোকেট রণজিত কুমার রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সংগঠক মোঃ মুজিবুর রহমান, ঐতিহ্যবাহী সংগীত শিক্ষায়তন ‘আনন্দধ্বনি’র অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তার ও সমাজকর্মী লায়ন মাহমুদ হাসান খান দিপু। সভায় বিশেষ অতিথি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন উপস্থিত হলে সকলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চাঁদপুরস্থ অফিস সেক্রেটারী এমরান হোসেন সেলিম, হাইমচর মডেল সরকারি কলেজের প্রভাষক ফারজানা কুমকুম, দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ মহসিন সরদার, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আরিফুল হক সজিব, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তপতী কর প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সমাজসেবক মানবাধিকার কর্মী জাপা নেতা মোঃ মমতাজ উদ্দিন মন্টু গাজী, বিশিষ্ট স্কাউটস্ মেহেদী হাসান, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, যুব সমাজকর্মী মোঃ হযরত আলী, সংগীত শিল্পী চয়ন সাহা, চাঁদপুর সরকারি কলেজ ঈদগাহ জামাত এন্তেজামিয়া কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান খান নোবেল, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মজিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য খায়রুল আহসান সুফিয়ান প্রমুখ।

সভায় বক্তারা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের সরকার প্রধান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’র উদাত্ত আহ্বানকে স্বাগত জানান। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে। তা না হলে দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার বা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের সকলকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার বৃহত্তর জনস্বার্থে ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়া’য় আন্তরিকভাবে সহযোগিতা করে কাজ করতে হবে। তাহলেই কেবল দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের ৬৪টি জেলায় মাদকমুক্ত জেলা গঠনের জন্য স্ব-স্ব জেলার সমাজ সচেতনদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, বাস্তবে তা করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। দেশের ৬৪টি জেলার মধ্যে ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’ নামক সামাজিক সংগঠনটি হবে এ জাতীয় সংগঠনের মধ্যে প্রথম সংগঠন।

মাদকের ভয়াবহতা সম্পর্কে বক্তারা আরও বলেন, কিশোর-তরুণ-যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার জন্য একমাত্র ইয়াবা বহুলাংশে দায়ী। একমাত্র ইয়াবাই প্রায় ঘরে ঘরে স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েদের মধ্যে মারাত্মক অশান্তি, সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্টের একমাত্র কারণ। এই ইয়াবার জন্যই সমাজ-সভ্যতা আজ ধ্বংসের পথে। আমাদের সমাজ সচেতন সকলকে ইয়াবা ঠেকানোর জন্যে এক ও ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বস্তরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সমাজ সচেতনরা যদি সরকার তথা প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করে তাহলেই কেবল চিরতরে ইয়াবা নির্মূল করা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসনের সাথে সমাজ সচেতনদের সমন্বয় একান্ত প্রয়োজন। অনুষ্ঠানের সঞ্চালক ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র বাস্তবায়নে পত্রিকা এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর জেলা থেকে মাদক নির্মূলে জিহাদ ঘোষণা করেন। পরে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

শেষে ‘শিল্পচূড়া’র সভাপতি বিশিষ্ট সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক ও কলামিস্ট মাহাবুবুর রহমান সেলিমকে সভাপতি, ১৯৮৬-১৯৯০ দশকে মাদক বিরোধী আন্দোলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও চাঁদপুর জেলার সিনিয়র সাংবাদিক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালকে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট স্কাউটস সংগঠক মেহেদী মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র কমিটি গঠন করা হয়। সেইসাথে কার্যকরী কমিটি কর্তৃক মনোনীত অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের নিয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রস্তুত, পূর্ণাঙ্গ কমিটির প্রথমে পরিচিতি সভা পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন এবং স্থানীয় পত্রিকায় এ সম্পর্কিত বিষয় ভিত্তিক প্রথমে ক্রোড়পত্র পরে স্মরণিকা প্রকাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়