প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পুরাণবাজারে ট্রান্সফরমার ক্যাবল চুরি করার সময় একজন আটক
চাঁদপুর শহরের পুরাণবাজার টিনবাজারের বিদ্যুতের ট্রান্সফরমারের সাথে যুক্ত ক্যাবল চুরি করতে গিয়ে কমিউনিটি পুলিশ টহল সদস্যদের হাতে ধরা পড়েছে এক যুবক। শনিবার দিবাগত ভোররাতে নিতাইগঞ্জ রাস্তা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম জিহাদ (২৫)। সে ম্যারকাটিজ রোডের কাদের গণির ছেলে। শ্রাবণ নামে একজনকে ঘটনার সাক্ষী করা হয়।
চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঞা জানান, ওই স্থানে ট্রান্সফমারের প্রায় দশ মিটার এলসি ক্যাবল কেটে নিয়ে যাবার সময় একজনকে ধরার পর তাকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আমাদের একজন উপ-সহকারী প্রকৌশলী বাদী হয়ে মামলা করেছে।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রান্সফরমার ক্যাবল কাটার কারণে সানরাইজ অয়েল মিলসহ টিনবাজার এলাকার একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের লোকজন সেটি মেরামত করার পর বিদ্যুৎ সচল হয়।