সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

এক দফা দাবিতে চাঁদপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥
এক দফা দাবিতে চাঁদপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে তারা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর অবস্থানের কথা জানান। বক্তারা বলেন, নার্সিং একটি সম্মানিত পেশা। এ সংক্রান্ত সকল কার্যক্রম নার্স দ্বারাই পরিচালিত হয়। কিন্তু আমাদের দেশে নার্সিং পেশা নন-নার্সিং প্রশাসন ক্যাডার দ্বারা জিম্মি হয়ে আছে। যারা প্রতিনিয়ত এই মহৎ পেশাকে অসম্মান, অবমূল্যায়ন ও ছোট পোশা হিসাবে বিবেচনা করে আসছেন। তাছাড়া নন-নার্সিং ক্যাডাররা নার্সদের পরিচালক ও মহা-পরিচালকের পদ দখল করে নার্সদের নিয়ে বিভিন্ন প্রকার অর্থবাণিজ্য খেলাসহ নার্সদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিতে মেতে উঠেছেন। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গঠিত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বানে এক দফার দাবি বাস্তবায়নে আমরা রাজপথে নেমেছি।

বক্তারা আরো বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূর সহ নার্সিং, মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করা এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি মেনে না নিলে কর্মবিরতিসহ আগামীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও নার্সিং ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, সমন্বয়ক ও সিনিয়র স্টাফ নার্স আবু ইউসুফ, সবুজ হোসাইন, মাসুম রাব্বানী, সমন্বয়ক ও রেজিঃ নার্স আজহারুল ইসলাম, আবুবকর সিদ্দিক সহ স্টুডেন্ট নার্সবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়