সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

শামীম হাসান ॥
ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এবং সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়ার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও রফিকুল আমিন কাজল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজিয়া সুলতানা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকার পদ বহন করেন। যা তাদের পেশাদারিত্বের সাথে সাংঘর্ষিক। দলদাস এই দুই শিক্ষক ও তাদের সহযোগীরা মিলে প্রতিষ্ঠানকে একদিকে যেমন আওয়ামীলীগের অঘোষিত ইউনিটে পরিণত করেছেন, অন্যদিকে এটিকে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে অংশ না নিতে শিক্ষার্থীদের প্রতি চাপ প্রয়োগের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে দুর্নীতি, লুটপাট, দলবাজিসহ সামগ্রিক বৈষম্যমুক্ত করতে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। সে ভূমিকা বাস্তবায়নে প্রথম ধাপ হিসেবে এই দুই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাওন পাঠান, আশিক মাহমুদ, কামরুল ইসলাম, জুম্মন পাঠান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়