শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দেশের মানুষ বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রত্যাশা করে

-----শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক
দেশের মানুষ বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রত্যাশা করে

হাইমচরের চরাঞ্চলে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশানবালা মাঝেরচর এলাকায় এই দায়িত্বশীল মতবিনিময় সভার আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং নীলকমল ইউনিয়ন শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা মানুষের মনের ভাষা উপলব্ধি করি। জনগণের মনের ভাষা উপলব্ধি করে পীর সাহেব চরমোনাই জাতির কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে আপোষহীন সংগ্রাম করে যাচ্ছেন এবং দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ্।

স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা আওয়ামী দুঃশাসন থেকে জাতি আজ মুক্ত হয়েছে। এখন দেশ গড়ার কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে। আমরা চাই দেশ প্রেমিক সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশটাকে আমরা একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবো। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আপনাদের সকলের কাছে সুন্দর একটি সমাজ গঠনের ব্যাপারে সহযোগিতা চাই। বিগত দিনে আমরা অনেক ধোঁকা খেয়েছি। আমাদের ভোটের মূল্যায়ন হয়নি, তাই আগামী দিনে বুঝে শুনে সৎ যোগ্য আদর্শবান ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং নীলকমল ইউনিয়ন সভাপতি মোঃ রায়হানউদ্দিন পেদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মোঃ ছফিউল্লাহ, চাঁদপুর জেলা যুব আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ফখরুল আলম শিমুল, গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় কয়েকজন ইসলামী আন্দোলনে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়