প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অসুস্থ ওসিকে হাসপাতালে দেখতে গেলেন পৌর বিএনপির নেতৃবৃন্দ
অনাকাঙ্ক্ষিত ঘটনায় অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রণিকে সহানুভূতি জানাতে ছুটে যান চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ ওসির শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
মঙ্গলবার দুপুরে তিনি তাঁর কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে চাঁদপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।