প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
ছাত্র-জনতার গণআন্দোলনে গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় সংগীতের অবমাননাকারী, দুর্নীতিবাজদের বিচারসহ লুটপাট-দখলদাদের বিচারের দাবিতে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার মোড়ে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের চাঁদপুর জেলা সমন্বয়ক ও জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ নেতা কমরেড দীপালি রানী ও জিএম বাদশা, যুব ইউনিয়ন নেতা মো. হেলাল উদ্দিন। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা আবু তাহের বন্দুকসী।
সমাবেশে বক্তারা বলেন, গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকার ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। তাই হত্যার সাথে জড়িতদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।
গণঅভ্যুত্থানের পর দেখলাম, আবার ভিন্ন চরিত্র মানে আরেক ধরনের ফ্যাসিস্ট জন্ম নিচ্ছে এবং মৌলবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তারাও হামলা-দখলদারিত্বে মেতে উঠছে। এখনই এসব অপকর্ম প্রতিহত করতে হবে। আমরা এ কয়েকদিনে আইনশৃঙ্খলার বেশ অবনতি লক্ষ্য করছি, এটিকে শক্তিশালী করতে হবে।ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত অবমাননা করছে। দেশের মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যের স্মারক ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে। এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নইলে শত শত তাজা প্রাণ বিফলে যাবে।
বক্তারা আরও বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে নাজেহাল করা হচ্ছে, পদত্যাগে বাধ্য করানো হচ্ছে। এসব হীন কাজে কোমলমতি শিক্ষার্থীদেরকে প্ররোচনা দিয়ে শিক্ষকের মর্যাদা ভুলুণ্ঠিত করা হচ্ছে। তাই জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদেরকে স্বপদে বহাল রাখতে হবে।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ সকল অনিয়ম বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।