বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি ও নানান উসকানিমূলক কাজে জড়িত থাকাসহ একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এর দুই শিক্ষক সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতারের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মোঃ আব্দুল হাই (অব.) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কার করা হয়। যা চাঁবিপ্রবি স্মারক-৮২৯ ও স্মারক-৮৩০-এর অনুকূলে শিক্ষকদ্বয়কে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, আওয়ামী-পন্থি এই দুই শিক্ষক হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানি দিতে থাকে। তাদেরকে আর্থিক সুবিধাসহ নানাভাবে প্রতিষ্ঠানের আইন পরিপন্থি কাজে লিপ্ত ও বিশৃঙ্খলা করতে থাকে। যার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার পরিবেশের সুশৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের পদত্যাগসহ তাদেরকে বহিষ্কারের দাবি তোলে।

এদিকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে চাঁবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ব্যঙ্গ করে । উপাচার্যের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অকথ্য ও অশ্লীল ভাষায় তথ্য শেয়ার করে ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তারা শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানিমূলক কাজে ব্যবহার করে। যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি । এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

তিনি আরও বলেন, যেখানে সারাদেশে শিক্ষকদের পক্ষে পদত্যাগের জন্য কাউকে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে এই দুই শিক্ষক শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে উশৃঙ্খলতার চরম পর্যায়ে পৌঁছেছে। তাই সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যেই এই দুজন শিক্ষককে উসকানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করা এবং শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ একাধিক অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতি পত্র থেকে জানা যায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় চাঁবিপ্রবি আইন- ২০২০-এর ৪৩(৪) ও ৪৩(৫) ধারার পরিপন্থি কার্যক্রমের সাথে জড়িত থাকা এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং-৩৭.০০.০০০০.০৬১.০১৮.১৬.২০১৬-১৯৯-এর গত ৩ সেপ্টেম্বর ২০২৪-এর নির্দেশনা অমান্য করায় এবং নিয়োগ পত্রের ৪নং শর্তানুসারে প্রবেশনারি পিরিয়ডে চাকুরি সন্তোষজনক না হওয়ায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের শৃঙ্খলার স্বার্থে এই আদেশ জারি করা হলো এবং এটা অবিলম্বে কার্যকর হবে।

এদিকে অভিযোগ প্রসঙ্গে মাহমুদ ও নাজিম বলেন, এটুকুই বলবো আমাদের সাথে অন্যায় করা হয়েছে। যা মানার মতো নয়। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়