প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মোহাম্মদ সাইফুল ইসলামকে সিআইডি হেডকোয়ার্টারে বদলি
চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়
চাঁদপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুদীপ্ত রায়। তিনি এতদিন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (বার)-কে সিআইডি হেডকোয়ার্টার ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলে সোমবার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব লাভ করেন সুদীপ্ত রায়।
মঙ্গলবার দুপুরে তিনি চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেন এবং অসুস্থ ওসি আলমগীর হোসেনের চিকিৎসার খোঁজ-খবর নেন।