প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চরমোনাইয়ের নমুনায় চাঁদপুরে তিন দিনব্যাপী মাহফিল আগামী নভেম্বরে
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার উদ্যোগে চরমোনাইয়ের নমুনায় চাঁদপুরে তিন দিনব্যাপী মাহফিল আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৪ পুরাণ বাজার স্টার আলকায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ৮ নভেম্বর জুমার উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শেষ দিনে বয়ান ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করবেন। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিদিনই দেশের প্রখ্যাত বুজুর্গ স্কলার ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আলোচকদের নাম ও বয়ানের বিষয় আগাম আপডেট দেয়া হবে।
বিগত ২০১৯ এবং ২০২১ সালে উক্ত মাঠে চরমোনাইয়ের নমুনায় দুটি মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, যা চাঁদপুরবাসীর রুহানি খোরাকের একটি আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে ।মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে চাঁদপুরের ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ সকল মানুষের চাহিদা ছিল, যা আয়োজকদের কাছে বারবার আবদার করা হয়েছে। কিন্তু বিগত দুবছর রাষ্ট্রীয় অস্থিরতার কারণে মাহফিলের প্রস্তুতির করণীয় ও ওলামায়ে কেরামের সিডিউল সহ সব বিষয় গুছিয়ে ওঠা সম্ভব হয়নি।
আয়োজকগণ বলেন, চরমোনাই মাহফিল সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন এর ব্যাপকতা কতোটুকু, যার প্রস্তুতি অনেক আগ থেকেই শুরু করতে হয়। যেহেতু চরমোনাই'র নমুনা, এখানেও অনেক প্রস্তুতির বিষয় থাকে। যাক আপনাদের সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতার কারণে এ বছর মাহফিলটি ব্যাপক পরিসরে করার খেয়াল আছে ইনশাআল্লাহ। বাকি সব মাওলার কবুলিয়াতের ওপর নির্ভর করে।
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সমন্বয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে মাওলানা নুরুল আমিনকে এবং সদস্য সচিব হিসেবে শেখ মোঃ জয়নাল আবেদীনকে রেখে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাই মাহফিল কামিয়াবির জন্যে চাঁদপুরের সকল ওলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। মাহফিলের সার্বিক খোঁজখবর এবং তথ্য আদান-প্রদানের জন্যে প্রাথমিকভাবে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
আহ্বায়ক : মাওলানা নুরুল আমিন, ০১৮১৯-৮৭১৬৬৫; সদস্য সচিব : শেখ মোঃ জয়নাল আবেদীন, ০১৯৫৪-০০৪০১১; অর্থ সচিব : হাফেজ মাওঃ বেলাল হোসাইন, ০১৮১৮-৯৯৩৩৪৭।